অপেক্ষা করো, একটু ধৈর্য্য ধরো--
আবার উঠবে নব রবি।
কেটে যাবে এ আঁধার রাত,
আসবে এক নতুন গরল হীন প্রভাত।
থাকবে না আর কোনো ভয়,
থাকবে না কোনো বাঁধা,
পাল তুলে আবার ছুটবে নৌকা,
খুশি মনে গান গেয়ে দাঁড় টানবে মাঝি।
হতাশ হয়ো না, নিরাশ হয়ো না,
একটু অপেক্ষা করো ভায়া-
পূব আকাশে আবার হাসবে রবি।