জনতা দিয়েছে শক্তি তোমায় ভালোবেসে
ভেবেছিল করবে যাচাই ভালো আর মন্দ;
অধিকার ধরাশায়ী আজ রাজ্যের জমিনে
চেয়ে দেখো, দিকে দিকে লেগে আছে দ্বন্দ।
ন্যায় নীতি আজ জায়গা পেয়েছে কফিনে
অসহায় মানুষের তরে গড়েছ গভীর খন্দ;
এ ক্ষমতা নয় যে অমর তোমার স্বপ্নের মত,
জনতার হাতেই একদিন তুমিও হারাবে ছন্দ।