(১৬)
শিশির ঝরে
পথশিশুরা কাঁদে
পথের ধারে।

(১৭)
বর্ষার রাত
চাঁদ উঠেনি আজ
মিত্ররা কই?

(১৮)
শীতের রাত
ঘুমন্ত এ শহর
নিখোঁজ প্রাণ।

(১৯)
গোলাপ ফুলে
ভ্রমরের গুঞ্জন,
প্রেয়সী মন!

(২০)
আকাশে মেঘ
তারারা দিশাহীন,
চাঁদ মলীন।