আমার গাঁয়ের পল্টু এখন
অনেক গর্ব করে।
তাহার মতো কেউ নেই বুঝি
গ্রামের কোনো ঘরে!
সর্ব বিদ্যায় বিশারদ সে
সকল কাজের যোগ্য!
তাহার কাছে হার মানাবে
হোক না যতই বিজ্ঞ!
সবাইকে সে তুচ্ছ ভাবে
জ্ঞানী বলে কথা!
আধো আধো ইংলিশ বলে
ইহাই তাহার প্রথা।
নিজেই একজন মহা মানব
এমন টা সে বুঝে!
নিজের দোষকে ঢেকে রেখে
পরের দোষটা খুঁজে।
খালি কলসির বাজনা বেশী
এটাই নিয়ম ভবে।
পল্টু কেমন জ্ঞানী ব্যক্তি,
বুঝতে পারছ সবে?