ঘোড়া শুনছি পাড়ছে ডিম
অনেক বড় বড়।
খবর শুনে অনেক লোক
হচ্ছে এসে জড়ো।
একটা ডিম উন্নয়ন
নামে আকাশ ফাটে।
ডিমের আশে বহু লোকের
মিছে জীবন কাটে।
আরেক ডিম অনেক দামী
চাকরি যার নাম।
শিক্ষা আছে যুবা দলের
পায়না তবু দাম।
ডিজিটালের নামটি ধরে
পাড়ছে ঘোড়া ডিম।
লোভ দেখিয়ে নানান ছলে
গড়ছে তারা টিম।
ডিমের আশে কত মানুষ
চলে তাদের পিছু।
ঘোড়ার ডিম নামেই শুধু
আদতে নয় কিছু।