মেঘলা আকাশ,
গভীর ঘুমে আচ্ছন্ন....
আচমকা বৃষ্টির শব্দে ঘুম ভাঙলো,
আঁখি মেলে দেখি---
বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছ;
ভেজা ডানায় পাখিরা চুপচাপ বসে আছে।
ইচ্ছে ছিল---
পাখির ডানায় ভর করে সমুদ্রটা পাড়ি দেব,
তা আর হল না।
অতঃপর! অতঃপর, আর কী?
আবারো ঘুমিয়ে পড়লাম, বৃষ্টির দিনে;
এক রোদেলা দিনের অপেক্ষায়....।