বহুদিন ধরে হাঁটতে হাঁটতে ভুলে গেছি
সেই কাঁটাটার কথা
যার তীক্ষ্ণতায় ভুলে গিয়েছিলাম বাকি সব যন্ত্রণা।
ভুলে গেছি রাস্তার সেই সমস্ত বাঁক
যাহা পেরোলেই মনে হত
দেখা যাবে পৃথিবীর শেষ সীমান্তটা।
কত মাঠ, নদী, সাগর, পর্বত পেরিয়ে এসেছি;
পেরিয়ে এসেছি-- অনেক অনেকখানি পথ,
অনেক অনেক মাইল ফলক।
পরিশ্রান্ত হলে হবে?
গন্তব্য! তাতো অনেক দূর।
আপাতত গাছের ছায়ায় একটু জিরানো যাক।
এই সুদীর্ঘ বাঁকাপথ পেরিয়ে
কেউ কখনো গন্তব্যে পৌঁছতে পেরেছে?