মাতা-পিতার কোল আলোকিত করে
২রা অক্টোবর গুজরাটের পুরবন্দরে
গান্ধীজী লভিলেন জনম।
শিক্ষা দিলেন তিনি দেশের মানবেরে
শিক্ষা দিলেন স্বদেশের হিতের তরে
অহিংসা হল ধর্ম পরম।
ছিনিয়ে আনতে মাতৃভূমির স্বাধীনতা
গড়ে তুলতে দেশ ও জাতীর একতা
তাঁহার কাছে পেলাম দীক্ষা।
সত্যাগ্রহ আর অনশনে করলেন পণ
ব্রিটিশের বিরুদ্ধে যত সব আন্দোলন
চান নি কভু প্রাণ ভিক্ষা।
আনলেন দেশে কাঙ্ক্ষিত এই স্বাধীনতা
তাইতো তিনি জাতির জনক মহান নেতা
উপাধি যার মহাত্মা।
অবশেষে নাথুরাম গডসে কেড়ে নিল প্রাণ
জন্মদিনে জানাই তাঁকে সশ্রদ্ধ প্রণাম
সুখে থাকুক তার আত্মা।