চাই না হিংসা চাই না দ্বন্দ্ব
চাই না আর খুন হত্যা।
ফুলের মতো ফুটুক সবার
সুপ্ত মানব সত্তা।
ধর্মে কর্মে পূর্ণতা পাক
সবার অন্তর মাঝে।
নামে যেমন শ্রেষ্ঠ প্রাণী
দেখাও তব কাজে।
কিসের বড়াই কিসের লড়াই
একই মাংসে গড়া।
জাতি ধর্ম নিয়ে কেন
বিভেদ সৃষ্টি করা?
কেউ বা যাচ্ছে মসজিদে
কেউ যাচ্ছে ঐ মন্দির।
সবার মনে গড়ে উঠুক
মানবতার সন্ধির।
যাও গো ভুলে বিভেদ যত
স্বার্থ-সিদ্ধির দ্বন্দ্ব।
সবাই মিলে রচি এসো
মানবতার ছন্দ।