জীবনের পথে ভুল সিদ্ধান্তে
কত হতাশার জন্ম হয়।
বসে বসে তার সমাধান খুঁজে
গরমিলে কেটে যায় সময়।
চাওয়া পাওয়ার হিসাব কষে
পিছনে যখন ফিরে তাকাই,
সব কিছুতেই যে গোলকধাঁধা
কোনো কিছুর সমাধান নাই।
জীবনের পরিমিতি সূত্র ছাড়া
হন্যে হয়ে খুঁজি সমীকরণ।
অবশেষে দেখি ফলাফল শূন্য
বিষন্নতায় ভরে উঠে মন।