যাক, আজ ধুয়ে যাক--
মনের মাঝে জমা হিংসা বিদ্বেষ আর ঘৃণা যত,
কালের স্রোতে নিয়ম মেনে
সব আজ ধুয়ে মুছে যাক;
ভালোবাসা ফিরে আসুক একরাশ স্বপ্ন নিয়ে।
যারা আছে লাঞ্ছিত বঞ্চিত অসহায় নিপীড়িত,
আছে মুখ পানে চেয়ে,
এসো, ওদের ভালোবাসি;
ফিরিয়ে দিই আজ তাদের যত অধিকার।
কে বলেছে-- 'পৃথিবীতে কেউ কারো নয়'?
এসো, গড়ি একটা নতুন পৃথিবী;
ভাগ করে নেই এই আলো বাতাস তরুলতা,
ফুল ফল আর পাখীর কুজন।
চলি একসাথে, যেন আমরা সবাই আত্মীয়।