আমি সেই পুরাতন জগতটা চাই।
মাথার উপর একখণ্ড নীল আকাশ চাই
আর বাতাসে চাই একমুঠো অক্সিজেন।
আমি চাই ফুলে ফুলে প্রজাপতিদের আনাগোনা
আর আকাশে বাতাসে পাখিদের কলরব।
আমি গ্রীষ্মের দুপুরে সুশীতল বটের ছায়া চাই,
আর চাই বর্ষার সন্ধ্যায় এক পশলা শীতল বৃষ্টি,
আমি চাই শীতের সকালে কুয়াশার স্নিগ্ধ স্পর্শ
আর বসন্তের বিকেলে কোকিলের 'কুহু-কুহু' ধ্বনী।
হ্যাঁ, আমি সেই পুরাতন জগতটা চাই,
আমি আমার নীল সবুজের পৃথিবীটা ফেরত চাই।