মানব রূপে দানব অনেক
আছে মোদের দেশে।
সুযোগ পেলেই ধর্ষণ করে
থাকে সাধুর বেশে।
ধর্ষক ওরা মানুষ নয়গো
পশুর চেয়ে মন্দ।
পরের মেয়ের জন্য তারা
গড়ে তুলে খন্দ।
দেখতে কিন্তু ঠিকই মানুষ
ভদ্র ঘরের ছেলে।
তবু ওরা করে ধর্ষণ
নারী একা পেলে।
ধর্ষণ একটি খারাপ কর্ম
ইহা সবার জানা।
উচিৎ শাস্তি দিতে তবু
আসে কেন মানা?
ধর্ষক হল সমাজ দ্রোহী
কঠিন ওদের চিত্ত।
কতো নারী তাদের হাতে
ধর্ষিতা হয় নিত্য।
ওদের জন্য মা-বোনের আজ
মুখে নেই'কো হাসি।
তাইতো আমি চাইছি এখন
ধর্ষকদের-ই ফাঁসি।