এটা কেমন সভ্যতা?
বিশ্ব জুড়ে চলছে খুন আর হত্যা,
যুবতী বোন গুম হয়, হয়ে ধর্ষিতা।
বিচার-আচার সব হয়ে গেছে মিথ্যা।
এটা কেমন সভ্যতা?
হারিয়ে ফেলেছি আজ বাক-স্বাধীনতা,
স্বাধীন দেশেও রয়েছে পরাধীনতা,
মুখ খুলে যায়না বলা মনের কথা।
এটা কেমন সভ্যতা?
বৃদ্ধাশ্রমে পড়ে রয় জন্মদাত্রী মাতা।
ভাবেনা কেউ অসহায় লোকের কথা।
সমাজ থেকে হারিয়ে গেছে মানবতা।
এটা কেমন সভ্যতা?
চারদিকে দেখি চরম অরাজকতা।
সমাজে নেই যে আগের মতো একতা।
এটাই কি স্বপ্নের সেই আধুনিকতা?
চাইনা এই সভ্যতা।
চাইনা এ হৃদয়হীন আধুনিকতা।
ফিরিয়ে দাও বেঁচে থাকার স্বাধীনতা।
মানুষের মাঝে গড়ে উঠুক সমতা।