শাসকরা আজ শোষণে ব্যস্ত
সমাজ সেবক সেজে।
অসৎ কাজের ঘন্টাটা তাই
নিত্য উঠছে বেজে।
চোখের সামনে ঘটছে অন্যায়
দেখব কি শুধু চেয়ে।
বিক্রিত আজ মানব সমাজ
দু-চার পয়সা পেয়ে।
এসো হে নবীন এসো হে প্রবীণ
এসো সত্যের পথে।
সমাজটা আজ করব মুক্ত
সবে মিলে এক সাথে।
নিশ্চুপ হয়ে থাকা নয় আর
সবে মিলে ধরি হাল।
দেশ থেকে আজ ঘুচাব আমরা
ভণ্ড লোকের চাল।
ন্যায়ের নিশান ওড়াব আকাশে
বাজাব দ্রোহের বীণ।
অশুভ শক্তি করব বিনাশ
ফিরাব সুখের দিন।