মনের মাঝে ঢেউ উঠেছে
তোমার ছোঁয়া পেতে।
তোমার প্রেমে মনটা আমার
উঠছে আজি মেতে।
আমায় তুমি করছ মাতাল
মুচকি হাসি দিয়ে।
ভালোবেসে প্রেম সাগরে
ভাসবো তোমায় নিয়ে।
নেশা ভরা মনটা আমার
তোমায় কাছে ডাকে।
ঘুমের ঘোরে স্বপ্নের মাঝে
তোমার ছবি আঁকে।
তুমি আমার স্বপ্নপরী
বেঁচে থাকার আশা।
ভালোবাসি কত তোমায়
বোঝানোর নেই ভাষা।
এসো প্রিয়া আজকে তুমি
আমার হৃদয় ঘরে।
সারাজীবন থাকব দু'জন
প্রেমের নিশান ধরে।