যেই ঋতুতে ভাই বর্ষা হয়
সেই ঋতুতে খরা।
ধীরে ধীরে বদলে যাচ্ছে
আমাদের এই ধরা।
বর্ষাকালের প্রখর রোদে
সবার মুখে ক্লান্তি।
বৃষ্টি যদি নামে ধরায়
জগত হবে শান্তি।
চাষীরা আজ চিন্তায় মগ্ন
কেমনে করবে কর্ষণ।
ক্ষেতের জমি শুকনো আজি
হচ্ছেনা যে বর্ষণ।
নানা রঙের পুষ্প ফুটছে
চাষের জমির আলে।
আষাঢ় মাসে শরতের ভাব
দেখছি কলিকালে।
বর্ষারাণী আজকে তুমি
এসো ধরার বুকে।
তোমার শীতল স্পর্শ পেলে
থাকবে সবাই সুখে।