এসো গাই সবাই মিলে
মিষ্টি মধুর ছড়া।
ছড়ার ছন্দে তালে তালে
পড়ব মজার পড়া।
পড়ার ফাঁকে আঁকব বসে
রঙ বেরঙের ছবি,
পাখ-পাখালি গাছ-গাছালি
আর যে সোনার রবি।
এসো আজি ছড়ায় ছড়ায়
শিখি মায়ের ভাষা।
এই ভাষাতেই যুক্ত আছে
খাঁটি ভালোবাসা।
পড়ব মোরা লিখব মোরা
শিখব নতুন তথ্য।
জীবন পথের সঠিক দিকটা
খুঁজে নেব সত্য।