সারা বিশ্বে পরিবেশে এসেছে আজ দুর্যোগ।
মরছে মানুষ মরছে পশু, আহা! কি যে দুর্ভোগ।
নেই যে সীমা দুঃখ কষ্টের, স্বচ্ছ বায়ু সুপ্ত।
চোখের দেখা অনেক প্রাণী হয়ে গেছে লুপ্ত।
পশু পাখি নদীর মৎস্য নিধন চলছে নিত্য।
ধ্বংস করতে পাহাড় জঙ্গল ধুঁকে না যে চিত্ত!
ফোটে না আজ ফল ও পুষ্প যেমন ছিল আগে।
যায়না দেখা বিহগের দল চলে গেছে রাগে।
বায়ু, পানি, মাটি, শব্দ চলছে হরেক দূষণ।
ইহার ফলেই দেহ মাঝে নানান রোগের পোষণ।
বাড়ছে উত্তাপ সারা বিশ্বে গ্লেসিয়ার যাচ্ছে গলে।
কাঁদতে হচ্ছে নিজেই আজি নিজের কর্ম ফলে।
সকল প্রকার দূষণে আজ গ্রাস করেছে দেশটা।
দূষণ রোধে একজোট হয়ে করতে হবে চেষ্টা।
পরিবেশ টা রক্ষা হবে একটু চেতন হলে,
জীবন মোদের টিকে থাকবে দূষণ যাবে চলে।
লোভে পড়ে সম্পদ গুলো করো না আর নিধন।
সবাই মিলে দূষণ যত করতে হবে শোধন।
পরিবেশের ভারসাম্য টা বহাল রাখতে হবে।
গাছ লাগিয়ে জীবন বাঁচাই, এসো আজি সবে।