একটা ঝড় চাই, কাল বৈশাখী ঝড়।
হোক বিধ্বংসী, তবু ঝড় আসুক,
ধ্বংস হোক এই তিমির রজনী।
উড়িয়ে নিয়ে যাক পৃথিবীর সকল জঞ্জাল,
অন্য এক ভিন গ্রহে।
পৃথিবীটা স্বচ্ছ হোক ঝড়ের দাপটে।
একটা ঝড় চাই, বিধ্বংসী ঝড়।
এই ঝড় শেষে, নতুন করে যখন সূর্য হাসবে
তখন হয়তো ফুটবে সকলের জ্ঞানচক্ষু,
জাগবে মানব বিবেক নিয়ে;
আর দিকে দিকে উড়বে শান্তির শ্বেত পতাকা।