বছর ঘুরে ঈদুল আযহা
আসল ধরার পরে।
রঙিন সাজে সাজছে সবাই
খুশি সবার ঘরে।
এই ঈদ হল ত্যাগের উৎসব
মুমিন বান্দার জন্য।
ধনী লোকে কোরবান করবে
হবে তারা ধন্য।
গরীব দুঃখী অনেক আছেন
এই সমাজের মাঝে।
তাদের ঘরেও আজ যেন
খুশির সানাই বাজে।
সাধ্যমতো দিতে হবে
অসহায়দের হাতে।
ঈদটা যেন পালিত হয়
সকলেরই সাথে।
ভেদাভেদ সব ভুলে সবাই
যাব ঈদগাহ পানে।
খোদার দয়ায় শান্তি আসবে
সকল বান্দার প্রাণে।