সাওয়ালের চাঁদ দিচ্ছে সংবাদ
সবার ঘরে ঘরে।
ঈদুল ফিতর এসেছে আজ
একটা বছর পরে।
তাইতো বইছে খুশির বন্যা
এই ধরণীর মাঝে।
আবাল বৃদ্ধ সবাই আজি
সাজছে ঈদের সাজে।
ধনী গরীব রাজা প্রজা
সবাই একই সাথে।
ঈদের উৎসব করছে পালন
হাত মিলিয়ে হাতে।
একই মাঠে যাবে সকল
থাকবে না আর দ্বন্দ্ব।
ধরা থেকে দূর হবে সব
ভেদাভেদ আর মন্দ।
ঈদ উৎসবে ধরাধামে
বাজবে মিলন সানাই।
সবাইকে এই হৃদয় থেকে
ঈদ মোবারক জানাই।