রাঙা প্রাতে সূর্য হাসে বয়ে চলে বাতাস।
বিশ্ব জুড়ে খুশির বন্যা মুখরিত আকাশ।
ডালে বসে গাইছে পাখি মিষ্টি মধুর সুরে।
বাগের মাঝে ফুটছে পুষ্প এই সোনালী ভোরে।
জিলহজ্বের চাঁদ দিচ্ছে সংবাদ সবার ঘরে ঘরে।
ঈদুল আযহা এসেছে আজ একটি বছর পরে।
ধনী গরিব রাজা প্রজা সবাই একই সাথে।
ঈদের উৎসব করছে পালন হাত মিলিয়ে হাতে।
একই মাঠে সকল হাজির নেইতো কোনো দ্বন্দ্ব।
ঈদুল আযহায় দূর হয়ে যাক ধরার সকল মন্দ।
এই ঈদ নিয়ে আসুক ধরায় নব রঙের আলো।
সেই আলোতে মুছে যাক ঐ মনের যত কালো।
ধনী যারা কোরবান করছে মহান খোদার তরে।
ত্যাগের ফলে সবার গুনাহ্ যাইবে আজি ঝরে।
দান করো তাই দরিদ্রদের ভরিয়া তোমার হৃদয়।
তুমি যে ধর্মপ্রাণ দাওনা আজকে তার পরিচয়।
ঈদের দোয়ায় শান্তি ফিরে আসুক মর্ত্যের পরে।
অনাথ যেন খেতে পায় আশ পেটটি সদা ভরে।
বেজে উঠুক ঈদের মাঠে মিলনে ধ্বনির শানাই।
অন্তর থেকে সবারে আজ ঈদ মোবারক জানাই।