ঐ আকাশে চাঁদ উঠেছে
আসছে খুশির ঈদ।
মনে তবু নেইকো আমেজ
নেইকো চোখে নিদ।
করোনার ঐ করাল থাবা
কেড়ে নিলো সব।
কি যে হবে এই জগতে
শুধুই জানে রব।
ঈদের দিনের শুভ ক্ষণে
তুলে তোমার হাত।
নম্র চিত্তে খোদার কাছে
করো মোনাজাত।
জগত থেকে কোভিদ ঊনিশ
যাক না চলে দূর।
ধরার পরে বেজে উঠুক
পুরাতন সেই সুর।
হৃদয় থেকে হিংসা বিদ্বেষ
মুছে ফেলো আজ।
শান্তির বার্তা নেমে আসুক
এই জগতের মাঝ।
আরো যত কালো ছায়া
সব কিছু আজ দূর হোক।
সবাইকে ভাই জানাই আমি
অগ্রিম ঈদ মোবারক।