দিকে দিকে খুশির আমেজ
ঈদ এসেছে ঘরে।
শিশু, যুবক, বৃদ্ধ সবাই
সাজছে ঈদের তরে।
নতুন পোশাক পরে লোকে
যাবে ঈদগাহ্ মাঠে।
কোলাকুলি করবে আজি
পেলে রাস্তা ঘাটে।
নামাজ শেষে সবাই মিলে
কোরবান করবে পশু।
গরীব দুঃখী খাবে আজকে
খাবে এতিম শিশু।
কোরবানি আর ত্যাগের ফলে
ঝরে যাবে গ্লানি।
ধরার বুকে আসবে নেবে
শান্তি, সুখের বাণী।
ভিন্নতা সব দূর হবে আজ
আসবে ধরায় সাম্য।
ঈদ-উল-আযহায় এমন হবে
এটাই আমার কাম্য।