এ যেন অমাবস্যার রাত
এ যেন এক গভীর খাত
এ যেন এক ডুবন্ত দ্বীপ
এ যেন ফুয়েল শূন্য প্রদীপ
এ যেন কালো মেঘে ঢাকা আকাশ
এ যেন বয়ে চলা দমকা বাতাস
এ যেন বিষাদের অগ্নুৎপাত
এ যেন হাহাকার ভরা বজ্রপাত
এ যেন চরম বিতৃষ্ণা
এ যেন ভুলে যাওয়া ইচ্ছা
এ যেন ঝরে যাওয়া ফুল
এ যেন পাখাহীন পক্ষীকুল
এ যেন ছিঁড়ে যাওয়া পাল
এ যেন চরম মুমূর্ষু কাল
এ যেন দেহ নিষ্প্রাণ
এ যেন মৃত্যুর করুণ আহ্বান...