সমাজ সেবার নামে আছে
কিছু নেতা গণ।
মনেতে নেই মানবতা
নষ্ট তাদের মন।
গরীবের হক খাচ্ছে সদা
লুটেপুটে সব।
সমাজ সেবক বলে তারা
তুলছে আবার রব!
কেহ যদি উচিত কথা
তাদের সামনে কয়।
গুলি করে মারব বলে
দেখায় ওদের ভয়।
এমন ভাবে একের পাপে
নষ্ট হচ্ছে দশ।
অন্ধের সাথে অন্ধ যারা
তারাই হচ্ছে বশ।
এসব ছেড়ে চেষ্টা করে
ভালো হতে চাও।
নইলে তোমায় চাইনা মোরা
ঘরে ফিরে যাও।