গগন মাঝে উড়ছে পাখি
ফিঙে শালিক টিয়ে।
বনের মাঝে ঘুরছে পশু
সরল মনটা নিয়ে।
চালাক শিয়াল চলছে শুধু
বাঘ সিংহের পিছু।
শিকার যদি করে তারা
ভাগ যে পাবে কিছু।
শিয়াল যেমন তেমন মানুষ
অনেক আছে দেশে।
নেতার পিছু ঘুরে তারা
চলে বীরের বেশে।
সরল মনের মানুষদেরকে
ঠকে তারা নিত্য।
লোভ দেখিয়ে ফাঁসায় ওদের
একেবারে সত্য।
ধূর্ত এরা সমাজ মাঝে
দুষ্ট নেতার ভক্ত।
ওদের কাজেই দ্বন্দ্ব লাগে
ঝরে লোকের রক্ত।