কিছু মানুষ দুমুখো হয়
বলি তাদের কথা।
যখন যাহার পাশে থাকে
গায় যে তাহার গাথা।

আড়ালেতে নিন্দা করে
সামনে বলে ভালো।
মুখটা তাদের মিষ্টি অতি
হৃদয়টা খুব কালো।

স্বার্থের জন্য কাছে আসে
বলে অনেক কিছু।
স্বার্থ শেষে কেটে পড়ে
টানে শুধু পিছু।

এমন মানুষ অনেক আছেন
থাকেন আশেপাশে।
কথা শুনলে বুঝবে তোমায়
অনেক ভালোবাসে।

এদের সঙ্গ আজই ছাড়ো,
ঠকছো কেন নিত্য?
মানুষ রূপে পাশব এরা
মন্দ ওদের চিত্ত।