দোল এসেছে দোল এসেছে
নাচছে সবার মন।
বছর ঘুরে আসলো ফিরে
আনন্দের এই ক্ষণ।
একে একে মিলছে সবাই
আবীর মাখছে গায়।
খোকা খুকী খুশি মনে
নেচে গেয়ে যায়।
শিশু যুবক বৃদ্ধ সবাই
লেপছে দেহে রঙ।
কেউবা এসে নানান ছলে
করে যাচ্ছে ঢং।
সবাই মিলে খেলছে হোলি
বাজছে খুশির ঢোল।
মনের মাঝে অনেক তৃপ্তি
দোল এসেছে দোল।
রঙিন তাইতো পুরো জগৎ
আবীর মাখা হাত।
ধরার পরে শান্তি আসুক
হোলি খেলার সাথ।
হৃদয় থেকে হিংসা বিদ্বেষ
হোক না আজি দূর।
জাতি ধর্ম বর্ণ ভুলে
বাজুক মিলন সুর।