সজনী আমাকে দিয়েছো যাতনা
মনেরি গভীরে রয়েছে বেদনা
ভুলিনি এখনো।
চোখেরি পলকে হারাবে ছায়াটি
বুকেরি ভেতরে জমানো মায়াটি
গোলাপে মাখানো।
জীবনে জাগিয়ে লুকানো আশাটি
নিয়েছো ছিনিয়ে মুখেরি ভাষাটি
চলেছি হারিয়ে।
বাহারি আশাতে ঝুলানো পাখাটি
ভেঙেছে অকালে সুখেরি বাসাটি
দিয়েছো উড়িয়ে।
সোনালী সাঁঝেতে ধরারি মাঝেতে
খুঁজেছি তোমাকে চাঁদেরি আলোতে
নিরলে একাকী।
সাজায়ে তোমাকে ললিত বসনে
মায়াবী কায়াটি আমারি মননে
রেখেছি জানো কী।
ডুবায়ে নিজেকে কাঁদালে ভূমিতে
দুখেরি কাহিনী রচেছি জগতে
জানে এ ধরণী।
মাধুরি মেশানো সুরভি দেহটি
হারায়ে বিরহে নিভে যে আলোটি
আঁধারে যামিনী।