দুইটা শালিক
উন্মত্ত হয়ে করছে ঠোকাঠুকি
খসে পড়েছে কয়েকটি পালক,
অদূরে দাঁড়িয়ে শকুনেরা তামাসা দেখছে।
হেঁটে যেতে গিয়ে থমকে দাঁড়াই,
ভাবলাম--
ঢিল ছুঁড়ে দু'টোকে তাড়াই।
তাড়াতে এসে দেখি-- পাশেই পড়ে আছে
কয়েকটি নোংরা ইটের টুকরো,
ধরলেই ময়লা লাগবে হাতে;
লাভ কিছু আছে তাতে?
ভাবলাম পরিশেষে---
দুইটা শালিক মরছে মরুক,
তাতে আমার কী যায় আসে?
আপন পথে চলতে থাকলাম।