শকুনের পাল আমাদের পোশাক নিয়ে গেছে,
সেই পোশাক দিয়েই ওরা খেলা করছে,
পতাকা উড়াচ্ছে... নির্মমতার পতাকা।
আর আমরা?
আমরা শকুনের পিছু না ছুটে
আপাততঃ গাছের পাতা দিয়েই করছি লজ্জা নিবারণ।

আচ্ছা! পাতা দিয়ে শরীর ঢাকা যায়?
চাপা পড়ে নগ্নতা?
পাতাগুলো শুকিয়ে যেদিন খসে পড়বে
সেদিন?
সেদিন কি আমরা নতুন পাতা খুঁজব,
না কি পোশাকের জন্য শকুনের পিছু ছুটব?