মানুষ নামক অমানুষে
ভরে গেছে দেশ।
যৌতুক লোভে নারী পীড়ন
চলছে আজি বেশ।
পণের আশায় বিয়ে করে
লজ্জা শরম নাই।
কন্যার পিতা যাক না মরে
যৌতুক তবু চাই।
পাশব থেকে মানব এরা
কবে হবে আর?
মোহরানা পূর্ণ বাকি
যৌতুক লাগে তার!
বর্বর ওরা পশু সমান
পায়নি কোনো শিক্ষা।
তাইতো তারা যৌতুক নামে
করছে আজি ভিক্ষা।
যৌতুক হলো সমাজ ব্যাধি
অনেক দ্বন্দ্বের কারণ।
ইহার জন্যই ঘরে ঘরে
বাড়ছে বধূ পীড়ন।
এই প্রথা টি নির্মম অতি
বন্ধ করতে হবে।
যৌতুক প্রথা বিনাশ করতে
আগুয়ান হও সবে।