ধর্ষণ খেলা চলছে দেশে
চলছে বিশ্ব জুড়ে।
ধর্ষণ কাণ্ডে এই সমাজটা
যাচ্ছে আজি পুড়ে।
দিকে দিকে নারী ধর্ষণ
চলছে দিনে রাতে।
রাস্তার ধারে পাগলী ধর্ষণ
কামুক নরের হাতে।
স্কুল-কলেজে শিক্ষাগুরু
একই কাজে লিপ্ত।
ছাত্রী ধরে ধর্ষণ করে
হয় যে তারা তৃপ্ত।
নেতা মন্ত্রী এরাও আজ
ধর্ষণ ক্রিয়ায় মত্ত।
লিখছি যাহা চলছে তাহা
একেবারে সত্য।
ধর্ষণ আজকে অপরাধ নয়
যেন একটি খেলা!
সভ্য সমাজ নীরব দর্শক
দেখছে ধর্ষণ মেলা!