সংবাদপত্রের শিরোনামে
ধর্ষণ কাণ্ড প্রতি রোজ।
মানব রূপী পশু যত
নারী দেখলেই করে ভোজ।
দলবদ্ধ ধর্ষণ কাণ্ড
রাস্তার ধারে নিত্য হয়।
মায়ের সামনে মেয়ে ধর্ষণ
মানবতার হচ্ছে ক্ষয়।
বাসে ধর্ষণ, পার্কে ধর্ষণ
স্কুল কলেজে ঘটছে তাই।
চারদিকেতে একই কাণ্ড
এ কোন যুগে এলাম ভাই!
মায়ের জাতি দেখে ওরা
ভোগ্য পণ্য ভাবে হায়!
কুত্তার মতো ঝাঁপিয়ে পড়ে
আপন কর্ম সেরে যায়।
তবু ওদের হয় না শাস্তি
দোষটা বুঝি ধর্ষিতার!
নিঃস্ব হয়ে ধর্ষিতা তাই
সহায় খুঁজে বিধাতার।
দেশের মাঝে এমন কাণ্ড
বলতে গেলে লাগে লাজ।
স্বাধীনতার স্বপ্ন গুলি
লুপ্ত হয়ে যাচ্ছে আজ।