ভবের হাটে এসে সবাই
বাঁধছ সুখের ঘর।
মৃত্যু যখন আসবে দ্বারে
সবই হবে পর।
আপন বলে ভাবছো যাদের
থাকবে না কেউ ভাই।
মরার পরে আঁধার ঘরে
হবে তোমার ঠাঁই।
রং তামাশায় টাকার নেশায়
আছো তুমি বেশ।
লোভে পড়ে পাপের পথে
জীবন করছো শেষ।
জমি জমা গাড়ী বাড়ি
ছাড়তে হবে সব।
শূন্য হাতে যেতে হবে
ডাকবে যখন রব।
সময় থাকতে চলে এসো
ধরো সত্যের পথ।
কোরআন হাদিস মান্য করে
চালাও জীবন রথ।