দিনান্তে, আমরা প্রত্যেকে
একজন মানুষের প্রয়োজন বোধ করি,
এমন একজন মানুষের...
যার সাথে সমস্ত দিনের দুঃখ কষ্ট গুলি
শেয়ার করতে পারব।
যে একজন ধৈর্যশীল শ্রোতা হয়ে
আমার সমস্ত দিনের গল্প মনযোগ দিয়ে শুনবে,
যার চোখে মুখে কোনো বিরক্তির ছাপ থাকবে না,
বরং থাকবে আরো, আরো শুনার আগ্রহ।
যার কাঁধে মাথা রেখে নির্দ্বিধায় ঘুমানো যায়,
ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত।
যার কাছে ভুল করার পর,
'সরি' বলার প্রয়োজন হয় না।
যাকে 'থ্যাঙ্কস্' বলতেও রয়েছে অজস্র বাধা।
হ্যাঁ, ঠিক এমনই একজন মানুষ
আমাদের প্রত্যেকেরই চাই।
তবে দূর্ভাগ্য এই যে---
আমাদের এই চাওয়া চাওয়াই থেকে যায়।
আমরা অনেকেই এমন কেউ কখনো পাই না,
আর, যারা পায় তারা তার মূল্য বুঝে না।