বইছে দেখো রক্তের নদী,
মরছে মানুষ নিরবধি।
জ্বলছে হিংসার আগুনে
এই পলাশ রাঙা ফাগুনে।
রাজধানীর ঐ রাজপথে।
পুড়ে মারছে সহস্র প্রাণ,
বাতে ভাসে লাশ পচা ঘ্রাণ।
খেলছে তারা রক্তের হোলি
জনসাধারণ হচ্ছে বলি।
দেখছে রাজা আসন হতে।
এ এক চরম নিষ্ঠুরতা,
এক নিদারুণ বর্বরতা।
ইহা বুঝি ছিল ভাগ্যে লিখা!
মসজিদে জ্বলে অগ্নিশিখা,
ধর্ম নিরপেক্ষ ঐ ভারতে।
চারদিকে শুধু হাহাকার,
অনাথের কান্না চিৎকার।
ছুটছে মানুষ দিগ্বিদিক।
ধিক্ সরকার শত ধিক্!
ধিক্ তোমায় অন্তর হতে।