একলা বসে দিবা স্বপ্নে
নিত্য দেখি তারে।
হঠাৎ করে সামনে এসে
ডাকছে বারে বারে।
বলছে ডেকে-- ওগো তোমায়
ভীষণ ভালো লাগে।
হাসলে তুমি আমার নভে
চাঁদের আলো জাগে।
তোমায় নিয়ে সকাল সাঁঝে
কত স্বপ্ন আঁকি।
এসো আমার হৃদয় ঘরে
আর দিয়ো না ফাঁকি।
কোন সে প্রিয়া ডাকে আমায়
এত আদর করে।
নাম জানিনা ঘর চিনিনা
তবু হাতটা ধরে।
এসব ভেবে স্বপ্ন মাঝে
প্রেম সাগরে ভাসি।
বাস্তবেতে সঙ্গীহারা
বাজে দুখের বাঁশি।