দিকেদিকে নর হত্যা
চলছে আজি বেশ।
রসাতলে যাচ্ছে চলে
মোদের স্বপ্নের দেশ।
মব লিঞ্চিং আজ চলছে দেশে
জীবন নিচ্ছে কেড়ে।
অকালে ঐ মানুষগুলো
যাচ্ছে জগত ছেড়ে।
দিন দুপুরে সবার সামনে
হত্যা করছে প্রাণ,
নিষ্ঠুর ওরা লৌ পিপাসু
রক্ত করছে পান।
আর কতকাল চলবে এমন
ঝরবে চোখের জল?
উচিত শাস্তি পায়না কেন
এসব হায়নার দল?
সবে মিলে প্রতিবাদ আজ
করতে হবে ভাই।
স্বাধীন দেশের মানুষ মোরা
স্বাধীন থাকতে চাই।