গায়ে বল আছে যার সব কিছু আজ তার,
বীর বেশে দেয় মার করে সব ছারখার।
মারামারি করিবার নেই কারো অধিকার,
তবু শুনি চিৎকার সারা দেশে ব্যভিচার।
এ দেশের মানুষের লোভ যেন বিড়ালের,
বিষ তার সর্পের, উৎপাত ইঁদুরের।
শঠ এরা জনমের ক্ষমা নেই এ'সবের,
নিষ্ঠুর এ জাতের দাম নেই ক্ষণিকের।
নেতা ধরে পশুরূপ সুযোগেই মারে কোপ,
অর্থের দেয় টোপ বহু লোক খেয়ে চুপ।
ধরে তারা কত রূপ জনতার নেই লুপ,
মানবতা পায় লোপ বসে ওরা খায় সুপ।
মিথ্যার বুলি ছাড়ে জিনিসের দাম বাড়ে,
আইনের কল নাড়ে আমাদের লাথি মারে।
প্রতিদিন যাই হেরে, এই দুখ বলি কারে?
মাথা ঠুকি বারে বারে, ঘুরে ফিরি দ্বারে দ্বারে।
অসতের পাল্লায় দেশ চলে গোল্লায়,
জনতার হায় হায় দুর্গতি তরী বায়।
সিদ্ধির মমতায় সব সুখ দূরে যায়,
ভেলকিটা বুঝা দায়, মরে গেলে বাঁচা যায়!