সভ্য যুগের নব্য মানব, খুন-খারাবি চলছে বেশ
দুঃখ কষ্টের নেই শেষ।
যুবতী মেয়ে ধর্ষণ করে, করছে আবার নিরুদ্দেশ
এটা আবার কেমন দেশ?
শিশুর পিতা শঙ্কিত আজ, চলছে দেশে শিশু পাচার
নেই যে বাঁচার অধিকার।
ঘুষের খেলা চলছে দেশে, বিচারক করে অত্যাচার
কাহার কাছে চাইব বিচার?
স্বাধীনতা পেলাম কোথায়? যায়না বলা মুখের কথা,
মনেই থাকে মনের ব্যথা।
অনেক প্রশ্ন জাগছে মনে, দেশে এলো কেমন সভ্যতা!
কেড়ে নিল আজ মানবতা।
মব লিঞ্চিং চলছে দেশে, মনে লাগছে অনেক ভয়
কবে জানি কে শিকার হয়?
এটাই হলো দেশের হাল, লিখার ভাষা পাইনা খুঁজে
দেখছি শুধু মুখটি বুজে।