মহারাজা প্রজা সনে দেশে করে বাস,
ধীরে ধীরে বাহুবলে শুরু করে ত্রাস।
রাজা হয়ে নিত্য দিনে মন্দ কাজ করে,
দিকে দিকে জনগণ অনাহারে মরে।
মানবতা ভুলে রাজা দেখায় যে শক্তি,
শক্তি দিয়ে মহীপতি পেতে চায় ভক্তি।
দুর্নীতি, কালোবাজারি ঘটে প্রতি ক্ষণে,
ভয় ভীতি লেগে আছে জনতার মনে।
লুটেপুটে স্বর্গ সুখে রাজা করে বাস,
প্রজা থাকে কুঁড়েঘরে দুখে বারোমাস।
দিবানিশি ফেলে তারা নয়নের জল,
নিরাহারে কাটে দিন, দেহে নেই বল।
নির্যাতিত হয় লোক রাস্তা ঘাটে রোজ,
রাজপথে মরে কত নেই তার খোঁজ।
শক্তি দিয়ে মহারাজা কত কিছু করে,
হক কথা বল যদি জেলে দিবে ভরে।
জালিমের হাতে আজ দেশ পুড়ে ছাই,
সুবিচার নেই দেশে, কোথা যাব ভাই?
দিকে দিকে ভেসে ওঠে বিষাদের গান,
মুখ চেপে ঘরে বসে কাঁদে কত প্রাণ।