মস্ত বড় ব্যাগটা নিয়ে
বেরোয় সকাল বেলা,
মোটা মোটা বইয়ের চাপে
বর্জিত সব খেলা।
স্কুল পরে টিউশন- কত দৌড়,
ভালো নম্বর পেতে;
খালি পেটে কেটে যায় দিন
সময় পায়না খেতে।
পার্সেন্টেজ ঐ আকাশ ছোঁয়া
শিক্ষার বেলায় শূন্য,
মার্কের সমান জ্ঞানটা পেলে
জীবনটা হত ধন্য।
এম.এ, এম.কম বা এম.এস.সি
কারো আবার জয়েন্ট,
ফাইল ভর্তি সার্টিফিকেট
মনুষ্যত্বে নেই পয়েন্ট।
দিন শেষে ভাই ডিগ্রির চেয়ে
শিক্ষার বেশি প্রয়োজন,
চলার পথে মানুষ কিন্তু
দেখবে তোমার আচরণ।