জন্ম নিয়ে ধরার মাঝে
নিত্য তুমি করছো খেলা।
রঙ তামাসার এই জগতে
সাজিয়েছো জীবন মেলা।
হঠাৎ করে শেষ হবে প্রাণ
কবর হবে তোমার বাড়ি।
সাথে করে দিবেনা কেউ
টাকা পয়সা জমি গাড়ি।
ঈমান আমল যদি থাকে
তাহাই হবে তোমার সাথী।
রবের আদেশ মানলে ভবে
কবর মাঝে জ্বলবে বাতি।
রবের পথে চলছে যারা
জগত মাঝে তারাই ধন্য।
সত্যের পথে অটল তারা
কর্ম করছে দ্বীনের জন্য।
তাদের পথটি ধরে সবে
যেতে হবে ঐ ঠিকানায়।
নইলে তুমি কূল পাবেনা
রয়ে যাবে এই সীমানায়।