জন্ম তোর অন্য মায়ের কোলে
অজানা এক ঘরে,
বেড়ে ওঠেছিস তুই দূর থেকে দূরে
অচেনা এক প্রান্তরে,
ভিন্ন এক রীতি আঁকড়ে ধরে।
ছিলি তুই অচেনা অজানা,
এইতো ক'দিন আগে।
সোশ্যাল মিডিয়ায় পরিচয়টা
হয়েছিল অনুরাগে।
আজো হয়নি দেখা তোর সাথে,
তবু কথা বলে সকাল দুপুর রাতে
বেধেঁ নিলি তুই ভালোবাসার ডোরে
বান্ধবী হয়ে পাশে থাকার অঙ্গীকার করে।
জানিনা বান্ধবী, কোন সে ভাগ্যের জোরে
তোর সাথে পরিচয়,
জানিনা কোন মোহের টানে
কথা বলতে ইচ্ছে হয়।
শুধু জানি-- বন্ধু হয়ে ভালোবেসে,
আজীবন থাকতে চাই তোর পাশে।
"কভু আমায় ভুলবিনা"- কথা দেয় বন্ধু (বান্ধবী),
তা না হলে চোখের জলে গড়ে উঠবে সিন্ধু।