হে পথিক! কেন যাচ্ছ ভুল পথে?
কেন মাড়াও ঐ সদ্য পাকা শস্য ক্ষেত?
যে পথে আছে কাঁটা, আছে অজস্র ভুল,
সে পথে চলছ কেন আনন্দিত মনে?
হে পথিক! কোন সে স্বপ্নের জাল বুনে---
ভ্রমপূর্ণ পথে দিচ্ছ পাড়ি?
সত্যের পথ দিয়েছ ছাড়ি?
কোন সে মোহে নিচ্ছে তোমায় টানি?
লোভের মোহে ভুল পথে-- পেয়েছ শান্তি?
এবার একটু দাঁড়াও পথিক,
নির্ণয় করো সঠিক দিক;
সত্য পথটি ধরো, করো না আর ভ্রান্তি।