বিশ্ববাসী কাঁপে আজি ঘাতক কোভিড ঊনিশে,
পুরো জগত নীল হয়েছে এই ভাইরাসের বিষে।
সকল দেশে ছড়ে পড়ছে বিশ্ব মহামারী,
দিকে দিকে মরছে মানুষ করছে আহাজারি।
মিটিং মিছিল হয়না এখন সব কিছুতে বাধা,
হাট বাজারে যায়না কেহ, যেমন গোলক ধাঁধা!
পড়া লেখায় যায়না ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে,
ঘরের কোণে থাকে সবাই আতঙ্কিত প্রাণে।
করোনা'র এই প্রাদুর্ভাবে ভীতি সবার মনে,
হাঁচি, কাশি, স্পর্শ দ্বারা ছড়ায় জনে জনে।
ভয়ের কারণ নেইকো এত একটু চেতন হলে,
করোনা আর গ্রাস করবেনা দূরে যাবে চলে।
হাঁচি কাশি মাথা ব্যথা জ্বর আর বমি হলে,
তাড়াতাড়ি স্বাস্থ্য কেন্দ্রে যেতেই হবে চলে।
জানতে হবে কোভিড ঊনিশ গ্রাস করেছে কিনা?
ঘরে বসে থাকবেনা কেউ সুচিকিৎসা বিনা।
মুখোশ তুমি পরতে হবে বাইরে কোথাও গেলে,
ঢাকনা ছাড়া খাবার জিনিস রাখবেনা কেউ ফেলে।
অবাধ মেশা বন্ধ করে থাকতে হবে ঘরে,
চিন্তা করে চলতে হবে জীবন রক্ষার তরে।
হাঁচি কাশি দেওয়ার সময় রুমাল দিবে মুখে,
ময়লাযুক্ত হাত দেবেনা মুখ নাক কিংবা চোখে।
ভালো করে ধৌত করবে সাবান দিয়ে হাতে,
আক্রমনের সুযোগটা আর থাকেনা যে তাতে।
আসুন এবার চলার পথে সচেতন হই সবে,
সঠিক পথে চলতে পারলে মুক্তি পাবো তবে।