করোনা এক মরণ ব্যাধি
ভয়াল মানব ঘাতক।
ভাইরাস বেশে প্রভুর গজব
মহামারী জাতক।
চীন দেশেতে জন্ম নিয়ে
ঘুরছে সারা বিশ্ব।
উহার কাছে মানব জাতি
হয়ে গেছে নিঃস্ব।
মরছে আজি অনেক মানুষ
আভাস সর্দি কাশি।
আতঙ্কে তাই গৃহবন্দী
সারা বিশ্ববাসী।
বিষাক্ত ঐ করোনাতে
ভুগছে হাজার হাজার।
থমকে গেছে পুরো জগত
শূন্য রাস্তা বাজার।
প্রতিষেধক নেইতো ইহার
এমন মহামারী।
তাইতো আজি দিকে দিকে
শুধু আহাজারি।